Friday, April 4, 2008

দৃষ্টান্তহীন

রঙধনুর রঙ্গে দিয়ে গেলাম দু’ফোঁটা জাম রঙ
অথচ বৃষ্টিবেলায় ঘামছিলো অনেকখানি পৌরুষ
নির্ভার হয়ে নিশ্চুপ যখন পৃথিবীর শৌর্য আর আনবিক যজ্ঞ
যতবার বলেছি
ততবার শুনেছি

শুনতেছি হাহকার নর-নারী সব লেলিহান দূরান্তে এক আলকাতরা পথে কালো রঙে মিশে গেলো বুলেটপ্রুফ যন্ত্রনা আত্মহননের মাদকতায়
কিংবা

দৃষ্টান্তহীন এক মানবীর দীঘল কালো চুলে ঝরে পড়া শীত

ঝরতেছে অনেক অনেক

যে ঘটনা ঘটতেছে ছায়ায় ছায়ায়
টুকরো টুকরো মাংসল হাতে মুখোশেরা
তুলে নিচ্ছে ক্যানভাসে ছড়ানো অবিকল গণতন্ত্র
মেখে মেখে গোলাপী পলেস্তারা পড়তেছে ঝরঝরে কুয়াশা অথচ কথা ছিলো নতুন সকাল উঠতেই কমলামাখা রোদে সে এসে নামবেই সামনের উঠোন জুড়ে

বিড়বিড় করি প্রতিবার.. ....

No comments: