Wednesday, April 2, 2008

মোমবাতি

মোমবাতি। জ্বলছে। একটা নীল রং পুড়ে পুড়ে শুদ্ধ হচ্ছে।

খাটি কিছু বিকিরন আলোয় মাতোয়ারা।

মোমবাতি। গলছে। একটা সাদা রং জ্বলে জ্বলে সেদ্ধ হচ্ছে।

শুদ্ধ কিছু বিচ্যুত হচ্ছে আগুন আভায়।
আলো-আধাঁরের এই সন্ধ্যায় লোডশেডিং ক্রমাগত অভিনব।
দিনের পর দিন চিত্র নাট্য বদলাচ্ছে।

একটা মোম। একটা বাতি । আর আমাদের সাঁঝবেলা।

No comments: