Friday, April 4, 2008

খোলসবন্দী মানুষ

এ্যামোনিয়া গন্ধে রাস্তাটা বাঁক নেয়।

বাঁকেরা বকের কাছাকাছি এক হাটু জল খোঁজে
শ্রাবন শেষের ডুবে থাকা ধান ক্ষেতে।

তারা নেমে আসে বাঁধ ছেড়ে। অদূরে রাত জাগা সরীসৃপ ।
খোলস ছাড়ে ক্রমাগত গভীরতায়।

ত্রানের ঢেউটিন ভেসে ভেসে কূল খোঁজে।

কূলেরা খামার বাড়ী
হাতকড়া হাত নাড়ে দিন রাত
খোলসবন্দী মানুষেরা হাঁফ ছেড়ে বাচে।

No comments: