Thursday, April 3, 2008

ঘটমান

আমি কৃতকর্মহীন হয়ে আছি
নিঃশব্দে কাকতাড়-য়ারা দাড়িয়ে থাকে
অসময়ে বৈরাগ্যের লোটাকম্বল হাতে পথে পথে

নীড়হীন নিরীহ ঘাসেরা জড়ায়
অতীতের কাঁশ ফুলেরা র্নিজীব
জীবন্ত পলিমাটির বুক গেথেছে বহুকাল আগে

দ্রুত বসন্ত আসবে বলে
পার হলো সাইবেরিয়ান অতিথিরা
ধূসর কুয়াশারা মিশেছে প্রাগৌতিহাসিক অলীক স্বপ্নে
সহিসেরা আমিহীন লজ্জাবনত ক্রমশ
কৃতকর্মের দায় নিয়ে এলো
দমকা বাতাস কৃষ্ণচূড়া ডালের প্রান্তিক পতনে

আমিত্বের ঋতুবদল শুরু পৃথিবী জন্ম থেকে
ক্রমাগত খসে পড়ছে
ঘটমান সবকিছু

No comments: