Wednesday, April 2, 2008

তুমি ওভাবেই

তুমি ওভাবেই হাসতে। কাঁদতে।

হাসতে হাসতে ভিজে যেতো চোখ,
র্নিভেজাল চোখে কাজলেরা নেমে আসে ঠোঁটের কাছাকাছি।

প্রিয় তুমি মানবী হতে
কাঁদতে কখনো।সরলেরা তোমাকে ছুঁয়ে যেতো।

তুমি অনুভবে শিউলি পাতা
উজ্জ্বল শীতের রোদ
কিংবা ঝকমকে গ্রীষ্মের বিকেল

হয়তবা মানিপ্লান্ট প্লান্টেড হয়েছিলো তোমার জানালায়।

তুমি জানালা খুলে আকাশ দেখতে
আকাশেরা হর হামেশা ওভাবেই
কখনো কাঁদতো। কখনো হাসতো।

No comments: