Wednesday, April 2, 2008

ধ্বনি

তারে তারে ভেসে আসে দূর সীমানার কন্ঠ
আকন্ঠ ডুবে থাকা মগ্নতায়

একনদী পার হতে হবে বলে
তুমি ছিলে ছুঁয়ে ছুঁয়ে সহস্র জলসীমা

সীমারা অসীম কন্ঠে নেমে আসে ঝর্নাধারায়।

একাকাশ উচু বৃক্ষেরা হেঁটে আসে
আসে হেঁটে

আটকানো তারাদের হাত ধরে
তুমি থাকো

কথা বলো মুগ্ধতায়

অবলীলায় তারেরা ওপাশ ভেংগে পার করে আংগিনা

কন্ঠেরা

ধ্ব
ধ্বনি
ধ্বনিত হাওয়ায়

No comments: