Wednesday, April 2, 2008

সাতারু শ্রমিক

ঐ দূরে দেখা যায় নীল নদী ।

সাতারু শ্রমিক আর মাছেরা প্রাণ পেয়ে ডাঙ্গায় মেলে ধরে ডানা

সাতরানো ঢেউ উড়ে চলে দিগন্তে
তীরে এসে ঠেকে নোনা বালি আর কাঁকড়ার ঝাঁক

সবুজাভ গ্রাম ফেলে তরী ভেড়ায় ক্লান্ত সারেং
মেলে ধরা শাড়ীরা দুলে উঠে দমকা বাতাসে

ওরা হেঁটে যায় বালিয়াড়ি ফেলে
আলেয়ার কাছে

নীল নদী তুমি কী জেগে থাকো

No comments: