Wednesday, April 2, 2008

ওরা ফিরে যায়

ওরা ছবি আঁকে রিক্সার পেছন।

মনের ক্যানভাসে পড়ে না তুলির আচঁড়
তুলিরা হিমায়িত হওয়া বাতাস তুলে নেয়
বুকের গভীরতা।

চারপাশ তাকিয়ে দেখে
কিছুই নেই একাকী ক্যানভাস অশ্রুভেঁজা।

ওরা রশি টানে অথৈ জলে।
জলের গভীরতায় সরে না জল
রশিরা শুকায় বেমালুম আর্দ্রতায়

মনের শুন্যতা।

জলেরা ভেঁজে না
বাষ্পায়নে

একাকী স্রোতধারা কষ্টভরা।

ওরা চাকা ঘুরায় ব্যস্ত সড়কে।

ছেঁড়া কম্বল সরায় না কুয়াঁশা
চাকারা থেমে থাকে অজানা আশায়
জীবনের অপূর্ণতায়

ঘূর্ণায়নে

একাকী অলি-গলি ধৈর্যহারা

কোন এক ধূসর সকালে
কোন এক মলিন বিকেলে
কোন এক বিরাগী রাতে

তারা ফিরে যায় সিড়ি ছেড়ে
ফিরে যায় ফুটপাত ছেড়ে
ফিরে যায় আমাদের বর্ণিল আংগিনা ছেড়ে।

আমি, তুমি ও সে শুধু মৌনতায়

No comments: