Tuesday, April 1, 2008

তোমার স্বপ্নেরা

আমার দিকে তাকিয়ে তোমার স্বপ্নেরা দীর্ঘশ্বাস নেয়।

সকালের প্রথম সূর্যের সাথে ম্লান হাসি। দুপুরের একাকীত্বে দাড়ায় । পথ চলা থামে।
অবিকল বিকেলের মতো ধূসর হতে থাকে।

স্বপ্নেরা হাটাপথে বেশ দৌড়ে যায়। কখনও স্প্রিন্টের বাটন ধরে। কখনও নৌকাবাইচ।

প্রায়শই তোমাকে বলতাম নদীর স্রোতের বিপরীতে সাতঁরে যেও না।

শানিন্তা, তুমি হাসতে। হাস্নাহেনার ঘ্রান অনুভবে।

রাতের জোছনার দিকে তাকিয়ে আমি শুধু নিস্ফলা চর্তুদশী ভাবতাম।

তুমি হয়ে যেতে চতুস্পদী । স্বপ্নেরা চুপ চাপ বাড়ী ফিরে যেতো।

No comments: