Tuesday, April 1, 2008

আমাতে তুমি

একটা রাত এসেছিলো। রাতের আবার দেরী কিসের তবুও তার কথা।

বাবা তুমি এতো দেরী করো কেন। আমার বেশ ভয় করে।

ওর কোমল হাত বুকে ধরে বলি । সবে তো কৈশোর পেরোচ্ছে।
এখনও অশান্ত ক্ষনগুলি বসে আছে আনমনে।

এতো ভয় কিসের। আমি তো ছড়িয়ে আছি সবখানে।

তোমার হাতে।
তোমার মস্তিষ্কে ।
তোমার চেতনায়।

কাছে আসা। জড়ানো গলায় আমি স্তিমিত হয়ে পড়ি।

ছড়িয়ে পড়ি রক্তের প্রবাহে। আরো কথকতায়। বুকের গভীরে স্পন্দনে।

তুমি তো আমার মাঝে । কিংবা। আমি ঠিক তোমার সরল রেখায়।

No comments: