Tuesday, April 1, 2008

আবারো তুমি স্মিতহাস্যে

আবারো দেখছি সেই স্মিত হাসি।
অপলক চোখ।
নিরপরাধ প্রক্ষেপন।

চুপ!
একটা তৈলচিত্র আঁকবো বলে তোমার পোর্ট্রেট ভাবতেই তুমি সেই ।
ঝরঝরে মুক্তোরা কাচেঁর পাটাতনে টপ টপ করে পড়ে।

আবারো চুপ!

রাত্রি বিলাস ভেবে তুমি স্মিতহাস্যে চন্দ্রিমা রং দিতে বলেছিলে।

কোথাই পাই বলো তো?

গত শীতে কিছু উড়ে এসে পড়েছিলো উত্তরের হাওয়ায়। কুয়াশারা আজ বিকেলে তোমাদের পাড়ায়।

আমার লাগোয়া আঁকার ঘরে। তুমি হাসছো। একটা স্থির চিত্র। একটা তৈলচিত্র।

জরুরী পেইন্টিংগুলো আজকাল বেশ হিংসুকে। তোমাকে জ্বালায়।

মাঝে মাঝে তোমার কপালের কাছে এসে খামচি দিয়ে যায়।
তবুও তুমি স্মিতহাস্যে। গলায় বাঁধা কালো পুতিরা জ্বলজ্বলে।

হলুদাভ প্রশান্তিতে সবুজ জমিন।

বিমূর্ত রাত্রি এসে ছুঁয়ে যাবে তোমার বেলকনি।

স্থির চলচিত্রে।

No comments: