Friday, April 4, 2008

ওরা আসবে।

কালো ছায়া গ্রাস করে টেবিলের চারপায়া
ক্ষনে ক্ষনে বাঁজছে দামামা
আমি চুপ বৈমাত্রেয় বিহঙ্গে
রেলক্রসিং ধরে হাটছে ধরিত্রীর অপকায়া।

ওরা আসবে বলেছিলো মার্চপাস্ট করে, থেমেছে পথিক। কেনাবেচা আজ নেই; পসরা গুটিয়েছে।
অসময়ে স্কুল ফেরত বালকের হাতে স্তব্ধ পেন্সিল। মায়েরা উঠোন ছাড়িয়ে দাড়িয়ে সদর দরজা ধরে।

ওরা আসবেই ভেংগে ভেংগে
ইস্পাতে মোড়া কফিন সাজিয়ে
কালো ছায়া গ্রাস করে
গ্রাস করে।

No comments: