Friday, April 4, 2008

তোমার দুচোখে অপার বিস্ময়!

ভূমধ্যসাগরীয় ঘ্রাণ নিয়ে দুলেছিল তোমার কেশবন্ধনী,
কেশরাজির কথা নাইবা বলা হলো
সরু রেখাগুলি আঁকা হয়েছিল নাবিকের হাতে।

-স্তিমিত জ্যামিতিরা আয়তনে রুপকথা।

আয়ত লাবণ্যে দুচোখ মেলে বনলতা আঁচল
ধূমায়িত কুয়াশারা রোজ পার হয়ে থাকে
অগোছালো বারান্দার পাশে বেড়ে উঠা অর্কিড

-জরায়িত জীর্নতা মেলে ডানা।

তাকালে তুমি, চলে গেলে এক্কারা
আবদ্ধ ব-দ্বীপভুমি জাগবে বলে ম্যানগ্রোভ ফরেস্ট
এগুতে থাকে প্লাবনমৃত্তিকায়

-চিরায়ত স্বপ্নেরা সিফন উড়ায় ভাঁজে ভাঁজে
-দুচোখ মেলে অপার বিস্ময় !

No comments: