Saturday, July 12, 2008

তাহার জ্বরতপ্ত দেহে প্রবেশ

আমি বৃষ্টির মত ক্রমাগত ঢুকে পড়ছি
আনাচে কানাচে ; তাহার

তার জ্বরতপ্ত দেহের আনাচে কানাচে রক্তকণিকারা হেঁটে যাচ্ছে আর
সে

ঝুল বারান্দায় রাত্রির পালাবদল
অনুভবে
অযথা ভ্রান্তিবিলাস মুদিত হতেছে জেনে

অতপর পার হয় পরছায়া মরচে ধরা আবরনে
ধীরে ধীরে কায়স্থ প্রসাধনে
কমে যায় ঘন ঘন পুরুত্ব

আরো ; অধিক আরো

দীর্ঘকায় বাদলা দিবসে আজ নেমে আসতেছে পানীয় জলের গতিপথ
কষেরুকা ভেঁজে; ফোঁটা ফোঁটা হতে হতে
দূর পাহাড়িকা অস্তে সূর্য ডুবি ডুবি
তবুও
আমি তাহার জ্বরতপ্ত দেহে বেদনা আঁকি ;

No comments: