Saturday, July 12, 2008

সে জানে না

সে জানে না।

ও হারাচ্ছে অনেক কিছুই, ঘৃনা কিংবা দূরত্ব
ও হারাচ্ছে নিজেকেই ; তবুও জানে না তীব্রতায়

ক্রোধে আর অসি'রতায় ভেঙ্গে পড়ছে অনু-পরমানু
নিউক্লিয়াস জুড়ে গড়ে উঠছে
দেয়ালের পর দেয়াল

একটা উপ-দেয়াল নিয়ে কথা বলছিলাম কয়েকদিন আগে
এক দুপুরে, বৃষ্টি হচ্ছিল মূষলধারে

বৃষ্টির সাথে সাথে ধোয়া হয়ে উড়ে যায় সব কথা
রাগ, মান এবং তাহার অসি'রতা তবু্‌ও

ও হারাচ্ছে অনেক কিছুই যতটা সে জানে না কিংবা
র্বষা শেষের গান
শুনছে অন্যত্র

একটার পর একটা ইটের গাঁথুনি হয়ে আসে শীর্নকায়
কেউ জানে না

No comments: