Saturday, July 12, 2008

হলুদ মাটির মিথ

বৃষ্টি হয়ে গেলো, তাই থেমে গেলো হলুদ মাটির মিথ

একদিন কথা ছিলো তারহীন তরঙ্গে পার করে
দেবো অথৈ তারল্য

অবিকল এঁকে নেবো প্রজাপতি ;

ভাবছি প্রতিবার বদলে নেবো অসি'র ঘনত্ব
ক্রমাগত ক্ষয় হয়ে যাওয়া
অসি' মজ্জায় ; মেশাবো হলুদ মাটি

জ্বলে উঠা ফ্লোরোসেন্ট হঠাৎ নিভে যাবে বলে
ঊঠে দাড়ায়
অশীতিপর সন্ধ্যা ; তাহার কাছে নুয়ে আসে
অবিকল

কল কল ধ্বনি মধুরতর হতে থাকে যতটা
বাড়ে বৃষ্টির ঝাপ
অদূরে ঝাপটায় রঙ্গিন ডানা ক্রাশল্যান্ডিং হবে বলে

পীচ ঢালা রাজপথ জুড়ে অশনি সংকেত নিয়ে বয়ে যায়
হলুদ মাটি

ক্ষনে ক্ষনে ক্ষয়েছে তাহার জলছাপ

No comments: