Saturday, July 12, 2008

দীর্ঘশ্বাসে বদলে যায় রুপরেখা

দীর্ঘশ্বাসে বদলে যায় রুপরেখা যাহার হাতে আজ সর্প্তষিমন্ডল
অথচ
র্নিভুল আনন্দে প্রতিপাদ বদলে যায়

যেতে থাকে ক্রমশ হিমবাহে ; একটা ভাঙ্গন চলে গেছে
ছেদ করে তাহার হস্তরেখা কতিপয়
দূর্ধষ রাতের শেষে
অপয়া ঘড়ির কাঁটায় আমি খুঁজি নিস্তেজ স্পন্দন

কমে আসা রাতের গভীরতায় শুনি ওর শীৎকার
থেমে থেমে
গুড়ি গুড়ি বৃষ্টি হতেছে লাগোয়া পড়শীর করিডোরে
প্রতি পদে কষ্ট বেদনা হেঁটে আসে

বার বার চন্দ্রিমা দেখি
অথচ আসে আসে অনাহুত অরিন্দমে ; যতবার বলি
নিস্তব্ধ সময়ের নিষেধ শেষে চলে যাবো
মৃত্তিকার কাছে ততবার
ইথারে ভেসে আসে তাহার স্বর ; তার

স্বরলিপি বাঁজে ক্রমে ক্রমে তরঙ্গায়িত বুননে
এবং
স্বপ্নীল প্রসারনে উড়ে যায় সেই পাখি

No comments: