Saturday, July 12, 2008

তাহাকে এবং ঝিরি ঝিরি বৃষ্টি

অসংখ্য মেঘলা আকাশ হতে উঁকি দিয়ে যাচ্ছিল পূর্ণিমা
এবং

চন্দ্রিমা নিজ হাতে হাত রেখে
নিশ্চুপ
কিছু গান শোনা থেকে বিরত
রেখেছিল তাহার আশাংকা
তথাপি

বলা হয়নি দ্রুততর ক্ষয় হয় টানাপোড়নের বন্ধন
হতে হয়
যে কোন ঝড়ের রাতে ; প্লাবিত প্রকোষ্ট জুড়ে
নেমে আসে পাহাড়ী ঢল কিংবা
ক্রমশ ক্রুশবিদ্ধ লোকেরা ঘিরে রাখে
বাসযোগ্য স্বপ্নের আড়ালে

তবুও আজো ভালবাসি

তাকে ; তাহাকে এবং ঝিরি ঝিরি বৃষ্টি

যতটা রেইনকোট লেগে আসে দেহের আবহে ; কাছে
আরো কাছে - তবুও ভয় হয় প্রতিটি পদক্ষেপে মেঘ আসে
ঘনো হয়ে
আরো ঘনো - ঘনত্বের কাছাকাছি একটি চাঁদ

যতটা কালো ছিল তার চেয়ে বেশি স্নিগ্ধতায়
ধীরে ধীরে
পার করে ; বহু দূর যেতে হবে
জানি শুধু

সাবলীল লাবণ্যে বিকেল ঘনালে
মেঘেরা আজ চুপিসারে সরে গেছে অন্যত্র পরিসীমায়

No comments: