Tuesday, July 8, 2008

কষেরুকা কী কথা বলে

মেঘের ওপারে তারা সব; একজন জ্যোতিষী বলে গেলেন
তালগাছটা শুধুই আমার

আমি নিশ্চিত, দিনের আলোয় শুধূই সূর্যগ্রহন হতেই পারে কিংবা
চাঁদ-তারা গল্পকথা

তাই হন্যে হয়ে রুপকথা ; ঠাকুরমার ঝুলি

যদিও তিনি আমার মঙ্গল করবেন না কিংবা কখনো করেননি তাতো নয়

বড্ড অপয়া জানতেই এফ এম জুড়ে বন্দনা
এমন
একটা ধোঁয়াশায় গোলটেবিল বসানো হতেই সপ্তডিঙ্গায়

সবাই দাড় বায়; কেউই সাঁতার জানে না

সিরাম ক্যালসিয়াম এবঙ সিরাম ফসফেট, অথচ হাতরে বেড়াই
বাক্স পেটরা

অনেকগুলো হাড় একসাথে জুড়ে গিয়ে দাড়াতাম

অষ্টিওপরেসিস যন্ত্রনায় কাতঁর ষ্টেইনলেস ষ্টীল
খুলে পড়ে গেলে
এক গ্লাস দুধের রসায়নের বিচারে ভাবছি

কাল রাতে কতগুলো তারা ছিল আকাশে

মধ্যমায় কতটা প্রশান্তি নিয়ে পার করে বছরের শেষ দিন

এবং

কষেরুকা কী কথা বলে

No comments: