Friday, March 28, 2008

সে আসে ধীরে

সে আসে ধীরে। আমিও । সুপার মডেল হবে বলে এসেছিলো এই কসমোপলিটন নগরীতে, বেশ দেরী করে ।

সাবওয়েতে থেমে
ডাউন টাউনের খোঁজে
ধীরে ধীরে পেন্সিল পা ফেলা একটা রোলার স্কেটার নামতে থাকেই।

আমার তর্জনীতে আংগুল রেখে ব্যালেরিনা সাজতে থাকে। আমি চুষে নিতে থাকি বিদগ্ধ চোখ।

-সুপারষ্টোর বন্ধ হবে রাত ১২ টায়। জানা ছিলো । লং ড্রাইভ শেষে রাতের ডিনারটাও।
আমি ধীরে ধীরে পিষে যেতে থাকি সিল্কী চাঁদরে। সকালটা একাকী রোদ ঝরায় ওয়াকিং
ডিসটেন্সে। কোমড়ে হাত রেখে আমি ফিগারিনা গিলতে থাকি ।

প্রতিবার সে আসে ধীরে।

No comments: