Friday, March 28, 2008

মৎস্যকন্যা

প্রতিদিন একটি পাখি উড়ে এসে বসে নিম গাছের সবচেয়ে নিচের ডালে।

নিমের পাতারা লাজুক ।

খোলা চুল। ভেজা লেপ্টানো । দুটি বাহু নেমে আসে কাঁধ বেয়ে।

পাখিরা প্রায়ই আসে যখনি সে আসে । দাড়ায়। নিম পাতারা নেচে উঠে। ওষধি হতে থাকে দেহমন।

রোগেরা দুরে সরে যায়। আমার আংগিনায় স্বচ্ছ হৃদ উঠে আসে। হ্রদের পানিতে পদ্ম পাতার ভেলা।

পাতারা ভেসে বেড়ায়।

বাতাস বয়ে যায় । নিম পাতা পড়ে। হ্রদের প্রাণ ফিরে আসে। মৎস্যকন্যা তুমি পানি ছেড়ে নিম গাছের নিচে।

No comments: