Friday, March 28, 2008

আসাদ

আসাদের গায়ে শার্ট ছিলো। লাল রক্তে ডুবে যাওয়া আঁকা বাংলাদেশ।

অনেকে তো দেখে নি । তুমি কি দেখেছো ?

মনেরও ভুল হতে পারে। মনের বা কি দোষ।

লাল আইসক্রিম কতটা চেখে নিলে রক্ত লাল হয় তা নিয়ে ভেবেছি অনেক।

যেদিন চলে গেলেন কবি সেদিন বেশ ইচ্ছে হলো জানতে, আসাদ কি কবিতা ভালবাসতো?

কেউ মনে হয় কাউকেই বলে নি রক্তে মাখা আসাদ শুধু বাংলায় জন্মায়। কেউ না; তিনিও বলে গেলেন না ।

তবুও জানতাম, আসাদের গায়ে শার্ট ছিলো। রক্ত লাল বৃত্ত বুকে ধারন করা বাংলাদেশ!

No comments: