Tuesday, March 11, 2008

বিপ্রতীপ কোণ

চশমাটা ফোল্ডেড একাকী মনিটর ছুঁয়ে আছে।

তুমি আমার চোখ

আমি হরহামেশাই তোমার অজানা সব কিছু
বাজারি স্বাদ
ঘরোয়া পরিবেশনা আর
টক টকে লাল বিছানায় টাংগানো বিলবোর্ড।

চশমাটা ফোল্ডেড !

একটা মনিটর ঘ্রান নিতে থাকে চশমার কড়া পারফিউম

তেমনি তুমি বিপ্রতীপ কোণ হয়ে যাও।

1 comment:

Samran said...

কবিতা পড়ে কী লিখব বলো তো, কবিতার আমি কী বুঝি!!

গদ্যগুলো কোথায়? এখানে তুলে রাখছো না? সেগুলোতে তাও দু-চার কথা বলা যায়..