Friday, March 28, 2008

একটি পান দোকান এবং

ট্রাফিক মোড়েই পান দোকানটা। পাশে টেম্পু ষ্ট্যান্ড। এলোমেলো গুচ্ছতায় দাড়ানো কিছু মানুষ।

পান দোকানদার প্রায়শই মানুষ গোনেন, মাঝে মাঝে কমে যায়, বাড়ে কদাচিত।

মেরূন রংয়ের শাড়ী পরা তরুনীটা মনে হয় আজ শেষ যাবে। আগামীকাল সাদা-নীল স্ট্রাইপড শার্ট পরা ভদ্রলোক একাকী যাবেন।

একজন আনিকা কমে যাবে, আরেকজন মিসেস আতিক ডিনারের অপেক্ষায় থাকবেন।

বয়স তো কম হলো না, বিয়াল্লিশ গত চৈত্রে হলো আর টেম্পু ষ্ট্যান্ডে নয়টা বছর।

একজন মানুষ হিসেবে এই কম কি , ঘ্রান নেওয়ার ও দেওয়ার ।

No comments: