Wednesday, April 2, 2008

আটপৌরে প্রিয় মানবী

গতকালকের সান্ধ্যকালীন আবহাওয়া বুলেটিনে অযথা বৃষ্টিকে ম্লান হতে বলা হলো।

তাই কি হয় ?

একজন আটপৌরে প্রিয় মানবী, তিনি হাঁটা শুরু করলেন।
কিছুদুর হাটতেই পেলেন মেঘহীন পাহাড়ের ছোঁয়া।


পাহাড়েরা মেঘ ছাড়া কখনই ভালো দেখায় না।
মেঘেরা বৃষ্টি না ঝরালে নয়।

পাহাড় ছাড়িয়ে যাবার সময় তিনি বলে গেলেন । আমি সাগরের কাছে যাবো। সাগরের নোনজলে বৃষ্টির ফোঁটা জড়াবো।

বৃষ্টিস্নাত সাগরের ফেনিল উচ্চতায় । তিনি ভিঁজতে লাগলেন। সফেদ শাড়ী। শিউলী রংয়ে পাড়।
রিনিঝিনি লাল রেশমী চুড়ি। আর নুপুরেরা। তরঙ্গায়িত।

No comments: