Friday, April 4, 2008

বার্ষিক গতি

অন্তরংগ সময়ের প্রবাহ
একটি দৃশ্যমান তারিখ
বছরের অপসৃয়মান আহ্নিক গতি

বিভৎস হতে বিভৎসতম
কালো গহবরে নির্বিষ গমনেচ্ছায়।

ধাবমান অন্তর থেকে
উল্কাপিন্ড নেমে আসে সুমেরু বৃত্তে।

যৌথ সবকিছু ভাংতে থাকে
যথার্থ একটি বাহ্যিক পললস্তর

পৃথিবীর প্রতিটি দিন শেষে
আগ্নেয় ভালোবাসায় লাভার স্রোত নামে

মৃত মানুষ সারিবদ্ধ শব্দে ঘূর্নয়মান

অথচ আমরা জানি
শুধুই একটি বার্ষিক গতি !

No comments: