Friday, April 4, 2008

ক্রান্তিকাল

মোমেরা গলে পড়ে
উধাও স্বপ্নবীজে এক কিশোর
হাটা পথ পাড় করে
আগুন আভায়।

হাত নেই; তবুও হাতছানি।

প্রতি ফোটা আলোয়
নদী ফুলে ফেঁপে উঠে,
এক মাঝি
নৌ পথে পথ খুঁজে
তরল কায়ায়।

বর্ষা নেই; তবু বর্ষাতি।

পানির পতনে পতনে
বাড়ির আংগিনা স্নাত
এক যুবতী
যৌবন হারাতে থাকে
নিস্তব্ধ ছায়ায়।

রাতহীন; তবুও নক্ষত্রেরা জ্বলে উঠে।

আঁধার অনুসন্ধানে
আকাশের প্রতিটি দ্রাঘিমা
এক গ্রহ
আলোর দিশা খুঁজে পেতে চায়
নিশ্চিহ্ন অক্ষরেখায়।

No comments: