Friday, April 4, 2008

নদীর চোখে মানুষের অশ্রুজল

দুপুরের সুর্যেরা
প্রিজম থেকে ছিটকে পড়ে
আলোয় বদলানো আলেয়ায়।

এক মানুষের চোখে নদীর জল ।

নদীরা বাঁক নেয়
আড়াআড়ি আলোর গভীরে
অলস দুপুর যতটা অপসৃয়মার
ততটায় এক নদী নিজেই
এক মানুষ হতে থাকে।

কে সে ?
বিকেলের প্রতিবিম্বতায়
এক নদী
অন্য মানুষের কুহেলিকায়।

গোধূলী যতটা পশ্চিমাকাশে
এক নদীর চোখে মানুষের অশ্রুজল।

No comments: