Saturday, July 12, 2008

রিনিঝিনি চুড়ির মাতম

সকাল-দুপুর
অনেক রৌদ্রের মধ্যে ধীর লয়ে বের হয়ে আসে সুতোর কুন্ডলি,
সে বাধঁবে বলে গেলে দূরত্ব কমে আসে,

দূরত্ব ; মেঘের দূরত্ব নটিক্যাল মাইল জুড়ে কাব্যিক
এক রচনা রচিছে অপ্রচলিত সূচি শিল্প

বাড়ছেই দেবদারূ সারি সারি,
সাদা-কালো-আসমানী খেলায় রক্তলাল স্বপ্নে ব্যাথাতুর হতেছে তাহার
মধ্যস্থল

এবং
সে বাধঁবে বলে গেলে শব্দ হয়; রিনিঝিনি চুড়ির মাতম
চলে যায় নগর যন্ত্রণায়

অলস লাইনম্যানের হাত জুড়ে আলোকসজ্জা;
শুনশান সড়ক বাতি খোলস ছাড়ে

সেই অলস প্রান্তরে

নিরব যে প্রাণ ঘাত-প্রতিঘাত প্রশস্থ বিটুমিনে

ফোঁটা ফোঁটা বৃষ্টিতে তাহার ক্ষয় হয়

কোণ বেয়ে ক্রমশ...

No comments: