Saturday, July 12, 2008

বৃষ্টিলীন করোটির কাছে

বৃষ্টিলীন করোটির কাছে চুপসে গেছে পৃথিবীর যে অক্ষাংশ
দাড়িয়ে থাকা সেখানেই

হরদম

যেখানে স্থাণুরতা
ক্রমশ পতিত হতেছে অসম ভগ্নাংশে
ক্রিয়াশীল সরল রেখায় বদলে গেছে
বালিয়াড়ি

নিশ্চুপ গলনে হরিতকি স্বাদ ; বিষন্ন রসায়নে
যে প্রসাধন
সেখানেই ধ্বসে পড়ে হিমবাহ
সুঢৌল গঠনে একে একে বজ্রপাত-তবুও বৃষ্টিলীন

খসে পড়া নক্ষত্রসীমায় তাবত পৃথিবীর জোছনারা জ্বলতেছে
জেনে আলোকবর্ষ পেরিয়ে গেছে

দ্যুতিময় স্বপ্নেরা...... হয়ত কোন এক তরঙ্গ রাতে
জেগে উঠবে সারথীরা

শীতল রক্তে ফিরে পাওয়া স্পন্দনে
অনেক না বলা কথার ছলে

No comments: