Saturday, July 12, 2008

অথচ শুনছিলাম তরঙ্গায়নে

রাশি রাশি বরফকুঁচি স্বপ্নে মিলিয়ে খুজেঁ নেই বরফমানবী

আচমকা
বৃষ্টিপাত ভেবে
মাংসপেশীর উপর
বাড়িয়ে নেই নিজের
পান্ডুলিপি পৃষ্টার পর পৃষ্ঠা

জানতে চেয়েছিল সে, বসন্ত আসবে কী ?

অনেকগুলি কৃষ্ণচূড়ার ডালে এখনো আসেনি লাল
তবুও সফেদ বৃষ্টি কনায় ডুবে গেছে
প্রান্তিক যাপন
তাহার

অথচ শুনছিলাম তরঙ্গায়নে
When winter comes heaven will rain success on you...
এইটুকু

স্নোফল কিংবা রেইনফল ;

আমি নির্দ্বিধায় ডাউনফল অনুভব করে যেতে থাকি
সামনের কাচাঁ আমের সৌগন্ধে
পেছনের সারি সারি তরমুজ
এবং

একজন ফেরিওয়ালা

একটা শীত পার হয়ে স্বপ্ন খুজিঁ এবং খুজেঁন অন্যত্র
ঝরঝরে
সফেদ স্নিগ্ধতায় ফায়ারউড জ্বলছেই !

জানালার ওপাশে তখন হারমোনি-

কৃষ্ণচূড়ার ডালে ডালে When Spring comes.....

No comments: