Saturday, July 12, 2008

কথোপকথন ; কি কথা তাহার সাথে

পদস্খলনের ভয় নিয়ে রাত পার করি
তবুও সূবর্ণরেখায়
ভিনগ্রহ থেকে নেমে আসা প্রবাহ
ধীরে ধীরে প্রচছন্ন আলোয়
জোনাকীরা উড়ে চলে বসন্ত উতসবে ক্রমাগত
কামাঙ্খায় কথা ছিল নিঃশেষে করিবে সে দান - প্রাণ
হলো না; হলো না সম্বিত ফিরে পাওয়া
না পাওয়া
কথোপকথন ; কি কথা তাহার সাথে
অবলীলায় দোর খুলে পিছু হটে অবন্তিকা অনুভব
গুড়ি গুড়ি বৃষ্টিতে টাপুর টুপুর হলো না বলা
মর্সিয়া গুঞ্জনে পার করি রাত
ক্ষরনে ক্ষরনে টিনের চাল

ভরা যৌবনে টালমাটাল

কে জানে
কোন ভুত্বকজুড়ে জোড়া লাগা অস্থিরতায় কেঁপে গেছে জোছনা রাত

No comments: