Saturday, July 12, 2008

মন খারাপের ইজেল

আমি সহসা মেখে নিচ্ছি কালো রঙ

মন খারাপের ইজেলে
ইচ্ছে পাখি
নাড়ছে
সাদা সাদা কবুতর ডানা

[এক]
যতটা উড়াল দিতেছে
[দুই]
ইচ্ছে পাখি ততটাই মেলতেছে ডানা
[তিন]
নিভতেছে আলো সেথায়; হেথায়

একলা যে একলা থেকে যায় তাহার আচঁল
বুননে বুননে আলতো ছোয়াঁয়
ক্ষয়েছে যে তারল্য
সে লাগিয়া দূর আকাশে মরা চাঁদ; তাহার
কালো কালো মেঘে সাদা সাদা কবুতর উড়তেছে
ঘটিয়াছে পালাবদল

বজ্রনাদে
বজ্রপাতে

আমি মুখাবয়বে মেখে নিচ্ছি ডোরাকাটা স্বপ্ন - ক্ষয়ে ক্ষয়ে

No comments: