Saturday, July 12, 2008

মৃতপ্রায় স্বপ্নের হাতপাখা

আমি আজকাল অনেক গুলি বৃষ্টির শব্দ শুনতে পাই;

রিনিঝিনি / টুংটাং / ঝুনঝুন / হিস হিস - বেরসিক বাদ্য বাজনায়

অনুরুপ আমি ফোটাঁয় ফোটাঁয় তৃষিত হই
তবুও
নিরানন্দে চড়ুই দল
নেমে আসে তাহার টিনের চালে

লাগোয়া ঘাটে
সবুজ কচুরীপানা জুড়ে ক্লান্ত বিকেল

পায়ে পায়ে পায়চারী দু/তিনটে ওরা
ভেবে নেই ওদের ছুটোছুটি; নির্ভার জলাকার
পার হই ; হতে হয়

রোজ; দ্রুততর ফুরাবে পথ বিনম্র চোখে
মৃতপ্রায় স্বপ্নের হাতপাখা
ঘুরে চলে
শুয়ে পড়া পাটাতন ক্রমশ

আমি রোজ দেয়ালে দেয়ালে

গেথেঁ নেই
তাহার নির্ঘুমে আমার চড়ুই

যতটা অন্ধকার ঘনায়; ঘনাতে থাকে প্ররোচনায়
বৃষ্টির ঝাপটা
পার করে
সবুজ

আরো

সবুজ

ধুসর পার অবধি ক্ষয়ে গেছে যে পটভুমি...

No comments: