Saturday, July 12, 2008

বুকের গভীরে ক্ষরন

গহীন পাললিক ভুমি জুড়ে
তপ্ততায়
জেনেছে সবাই......

রাতের অন্ধকার ঘনালে দ্রুত নেমে আসে
ভিন্নতা

একেঁ নেয়া নিরক্ষরেখা ও
কক্ষপথজুড়ে বিশাল শুণ্যতায় নিয়ত
তাকে বলি, আমি নির্বোধ অথবা নিশ্চুপ
যতটা
দেয়ালজুড়ে সাদা-কালো
বুকের গভীরে ক্ষরন
শুকাতে থাকে নিউরন অথবা তার মিটি মিটি হাস্যমুখ

প্রতিদিন দিন গুনি, অযথা রাতের মুদ্রা অদল-বদল হতেছে

রিক্ত ঝাউ গাছে

বেড়ে উঠেছে ক্রমশ কোকিল ছানা

তবুও

তাহার চোখে আমি বিচ্ছিন্ন হতে থাকি

No comments: