Saturday, July 12, 2008

মনে পড়ে আজ আটাশ

আমি নিরালায় মুছে নেই নির্বোধ কর্ণিয়া
অতপর
নেমে এলে বৃষ্টিগুলো থেমে যায় স্বপ্ন
ধীরে ধীরে পাটাতনে
পড়ে পড়ে ফোঁটা

অনেকগুলো

ঝড়ো হাওয়া বইলেই মনে পড়ে আজ আটাশ
তবুও বিস্মৃতি

তাহার এবং আমার - প্রতিবার বার বার

ক্ষয় হওয়া প্রান্তরে বালিকা বদল, নদীর তট জুড়ে উন্মাদ পায়চারি
নেমে এলে বৃষ্টি থেমে থেমে সরে যায় রোদেলা
বৃহস্পতি

তবুও একটা দেবদারু জেগে থাকে সারিবদ্ধ কৃষ্ণচূড়ায়

No comments: