Saturday, July 12, 2008

দূর হতে অনুভবে যেমনটা

অসময়ে পেয়াজেঁর ঝাঁঝ হ্রাস হতে থাকে
নোনা জলে

পিপাসায় অথবা করিডোরজুড়ে জোনাকী পোকা
জ্বলে জ্বলে

আলো জ্বলে যতটা আধাঁর নেমেছে সামিয়ানা জুড়ে
তেলেরা যতটা আগুন হয়
ঠিক ততটায় কাসুন্দি ঘাটি
তবুও
রোজকার মতো
খুলে ফেলা বইয়েরা

পাতায় পাতায়
মুদেঁ আসে রাত্রিবিহীন

তাহার এবং তার
রিনিঝিন শব্দে
গেঁথে যাওয়া পাজঁরে চিন চিন করে উঠা

দূর হতে অনুভবে যেমনটা
ক্ষীন হয়ে আসে ক্রমশ
সপ্তর্ষি আলো

No comments: