Saturday, July 12, 2008

ক্রমশ তার ডান হাত স্পর্শ করি

অবলীলায় হাতছানি দিয়ে যায় যার ডান হাত,
তার কাছে লুকোচুরি
স্বপ্নের ; পরবাসী এক চলাচলে
অবশ হতে থাকে যে স্ফীত অনুভূতি

তার থেকে দূরে সিড়ি বেয়ে নেমে পড়েছে
যে অপয়া সন্ধ্যা ; গভীরতর হতে থাকে
ক্রমশ তাহার ক্ষয়ানুভূতি

-শীতল স্পর্শে আইসকিউব হতে থাকে উষ্ণ

কিউব ভেবে কখনই তার হাত ছুঁয়ে নেই
কখনো গলনাঙ্কে চুষে নেই
সবুজ কমলা ;

জিজ্ঞাসায় জেনে নেই আজ রাত্রিবার
আবার আসবে ফিরে কোন সেই প্রলোভনে
অকপটে টেনে আনি ; আরো কাছে

ক্রমশ তার ডান হাত
স্পর্শ করি-

No comments: