Tuesday, July 8, 2008

একটা গোলাপী রং দেয়াল

হঠাত আলো পার করে বেডরুম অন্ধকার
যেন
সাজানো হতেই তেলাপোকা ; তেলতেলে মেঝে ধরে হাঁটে
দৌড়ায় মসৃনতায় শব্দহীন ; নিশব্দ

একটা গোলাপী রং দেয়াল

তা

অবিকল বেদনায় কাতর হতেছে যে জীবনানন্দ

জীবন ও আনন্দ, একাকার কিচেন থেকে পড়ার টেবিল অবধি
হুট হাট
সেই একাকী চেয়ার
ডাইনিং আড্ডায়

বৃষ্টির ছাট ঘরের বারান্দায়; এক হাঁটু ডুবে যাওয়া
কিংবা আরো বেশি

ভয় ; নির্ভয় সাক্ষাতে

নির্ভয়ে পার করি রাত; নিদ্রাহীন রাত
সুবিনয়ে প্রশস্তিতে
যতটা
সুবহে সাদিক ধীরে ধীরে; খুব কাছে
ক্ষয় হতে থকে যে সময় তার
আরো কাছে
বিষন্ন গলির মুখে তাঁর দাড়িয়ে থাকা

একাকী ভাবছে অনেক কথকতা; শ্রবণেন্দ্রিয় প্রবল হতেছে
নিশ্চুপ ব্যাথায়

টুপ করে পড়ে; ঝরে পড়ে দু'ফোটাঁ....

No comments: