Tuesday, July 8, 2008

অবিকল বাঁজতেছে স্বপ্নীল জানালা

কোথাও বোনা হতেছে সোনালী ঘাস
এবং
বোরো মরসুমে
তাহার হাতের পুরোনো সেই রন্ধন

ঘিরে ঘিরে জাগছে আশা; আশানিয়া

তবুও মুক্তির গানে
অবিকল বাঁজতেছে স্বপ্নীল জানালা

তারা রাম পাম তারা রা .....

লৌহদন্ডে সুদৃঢ় কব্জির আদলে
দিন বদলের পালা শেষ স্বরলিপি
শুনতেছে

এই কান ; সে কান

নিঃশেষ হতেই
গোলা ভরা দান
আর
ধান
যেখানে সান্ধ্য বাতি জলতেই
নবীন পসরায় বাজার বসতেছে
লাগোয়া গোলাপী রং জুড়ে
দেয়াল ; দেয়া আল

মিশে যাওয়া বালির আড়ালে
সে
দিন
গোনা
এক পতঙ্গ থেমে থেমে
নেমে আসে আলোর কাছে

আলো আর আলো ; চাজর্ড আলোয়া মাতোয়ারা
স্বাদের কাছে বিস্বাদ যন্ত্রনা
ঢোঁক গিলে

নরম আসনে আসীন কাঠের চৌকাঠ
তবুও ছড়ায় সৌগন্ধ

শুণ্য রাতে একা একা ক্ষয়ীষ্ণু মাঠের দৃষ্টিসীমায়-

No comments: