Tuesday, July 8, 2008

ধূসর পান্ডুলিপি

শুষে নিচ্ছে গ্রীষ্মের ঘাম, নোনা জল

অসময়ের জিঘাংসায় তপ্ত দ্বীপের আড়ালে তাহার ছদ্মবেশ
তবুও একরাশ ভালবাসা

অস্থিরতা, অস্থিরতা আর স্থির দৈন্যতা

ঠোটে ঠোট পাল্টাচ্ছে স্বাদ; যতটা জিহবার পাটাতনে টান টান
করা জেল ;

মলিন ত্বকের ফার্নেশে জ্বলছে যে আগুন তা

দাবানল; নল থেকে খাগড়ার নল

পুড়ছে পাতা, গোলপাতা কিঙবা শুকনো পাতার মর্মর ধ্বনি

বাঁজছে ! বাঁজনার তালে তালে ছোঁয়া পাকস্থলী
রসনায় রস

ঢেলে ঢেলে গুটিয়ে নিচ্ছে তাহার আচঁল
কালো রং এর গরাদ ছড়ানো আকাশ

কাছে, অতি কাছে

ধূসর পান্ডুলিপি, ক্ষত হয়ে যাওয়া পৃষ্টায়
পৃষ্ঠায়
কাঁটা ছেড়া আর অবনত মননে এক প্রস্থ সাদা জমিন

কপালের মহীঢাল বেয়ে নেমে পড়া ফোঁটায়
ক্ষয়ে যাচ্ছে টেরাকোটা আদল

ধীরে ধীরে...

No comments: