Tuesday, July 8, 2008

এক পায়ে নুপুর ; অন্য পা খালি

কেউ কী আছে অমোন দুয়ারে
আছে কী স্বপ্নবিলাসে
আহরনে, আরোহনে

কাটলারিজ সৌখিনতায় আমার অচৈতন্য
তাহার
কাঁটা চামচ আর ড্রপস

ফোঁটায় ফোঁটা

ফিরে আসবে না, যতই ভালোবাসি তারে
দুরে, দুরে আমি যাই চলে সাগরপাড়ে
সে তো তাহার; তাহার বিক্ষিপ্ততায় ক্যাকটাস ডানা মেলে আছে
ছিটকে যাওয়া রঙে রঙে মলিন হয়ে পড়ে দেয়াল
হতে ঝরে পড়া
টুকরো পাতায় সাদা-কালো
কাটি কুটি

লোডশেডিং স্বপ্নে
এপাশ ওপাশ কাত হয়ে যাওয়া
শিরায় শিরায় রক্তক্ষরন; অনায়াসে
কেউ কী ছোঁয়

তাহার, তার ধূসরবোধে এঁকে দিতেই ক্যাকটাস ফুল
কাঁটারা কাটা
লোহিত কনারা সফেদ চাঁদর ছোঁয়, ছোঁয় মৃত্তিকা

রঙে

- এক পায়ে নুপুর ; অন্য পা খালি

No comments: