Tuesday, July 8, 2008

এটি একটি তৃতীয় নয়নের কথা

আমি কিন্তু অন্য কিছু বলতে চাই
এবং
রসিকতাবোধে চব্বিশ পাতায় পুরো অপেরা

বিকলাঙ্গ হওয়া থেকে বিরত রাখাটাই প্রধান কাজ
যদিও পশ্চাদদেশে
ধীরে ধীরে খুবলে যাচ্ছে আস্তরন

-বাদামী আস্তরন ;

গতবছর ধরে বানানো নীড়ে একটি ক্ষয় ও কাঠামোর নিম্নমুখীতায়

সবাই জানে,

কোকিলেরা আজো বাসা ছাড়েনি তাই স্বপ্ন দেখছি আর মঞ্চস্থ করে ফেলছি পার্ট টু পার্ট এবং আমি কিন্তু সেই কথা বলতে চাই

তাহার ও তার

অথচ এটি একটি তৃতীয় নয়নের কথা;

অস্বস্তিকর বেডশীটজুড়ে অলস দুপুর খুলে পড়তে থাকে বিকেলের কার্নিশে, যথারীতি চা পান সভা এবং তারা আগত

উঠে বসলেই প্রচন্ড প্রেসক্রাইবড যন্ত্রনায়
তবুও ভীড় হয়, কথোপকথন

সামান্য উশখুশ

ঠাট্টায় গড়াগড়ি আর একটা হিউমার লেখার অনুপ্রেরনায়

বিকলাঙ্গতা বোধ থেকে আমি তাহার ক্ষয়িষ্ণু অনুভবগুলো
উল্টে পাল্টে রাখি

সাজাই

আলোকিত করি লোডশেডিং সন্ধ্যায়

তথাপি সবাই জানে আমি খুব চকিত তাকাই নীল আকাশ
আর
অনেককিছু

No comments: