Tuesday, July 8, 2008

শুণ্যে তাকিয়ে থাকা এই সব দিন রাত্রিতে

-Shadow is not only the dark side

গভীরতর রাতে এক পশলা বৃষ্টিতে ভুলে যাই আজ পূর্ণিমা ছিল
ধীরে ধীরে অচলায়তন ভাঙ্গে আড়মোড়া
অথচ
ছায়ার কথা ভাবতেই তাহার অঙ্গুরী
নীলাভ পাথরে জেগে উঠে

সান্ধ্যকালীন প্রাথর্নায় বেজেঁ উঠে গির্জাধ্বনি
দুরে, দুরে কোথাও কাঁদছে নিস্প্রভ এক আলো, সাগর পাড়ে

এখানেই নিরব হয়ে থাকা পুরোনো বইয়ের পাতার পাতায়
অনেকটা
The silence between us walked away
And......
একহাত উঠে যাওয়া ঘনো ঘনো নিশ্বাস ফেলে মেঘমালায়
মালায় মালা বদল হতে
জুঁই এবং গোলাপ

শুণ্যে তাকিয়ে থাকা এই সব দিন রাত্রিতে
সে এবং তিনি কাঁদছেন
কিঙবা আমার নিজের মনে পড়ে যায় সফেদ রজনী
রজনী ব্যাপী রজনীগন্ধা
থমথমে আলোর আড়ালে হেঁটে যায় আধাঁর কিঞ্চিত
অশ্রুসজল-

There's a light shining somewhere nearby

No comments: