Tuesday, July 8, 2008

দাড়িয়ে থাকে একাকী এক সংশপ্তক

নির্লোভ সাগরপাড় জুড়ে শুরু হবে ক্রন্দন....

মনন এর ভেতর অন্তর্ঘাত হতে থাকে ক্রমশ
যে সরল রেখা

তার ভেতর হতে নেমে আসা লাভায়

বালুময় মেঝে, থেমে থেমে থমথমে
দুঃসহ
স্পন্দনে দিন গোনে

একটা লম্বা লোমশ হাত

ছেদ করে যায়
গলিত মাংস

মেলানিন কমে আসা ত্বকে

কিংবা ক্ষয়ে ক্ষয়ে

Yet, when the silence comes
all that I have is you.

রোজ রোজ ঘেমে যাওয়া বিছানায়
নোনা হয়ে আসে
শ্রাবণ রাত্রি ; ভয়ার্ত স্বপ্ন দেখা শেষে

দুরু দুরু বুকে অনেকটা পথ পাড়ি দিতে হবে
জেনেই

দাড়িয়ে থাকে একাকী এক সংশপ্তক -

No comments: