Tuesday, July 8, 2008

একটি হৃদপিন্ডে ডানা মেলতেছে

: The heart is wiser than the intellect

মনের কথা কিভাবে বলি যতবার মননে ছিন্ন হতেছে
নিউরন ; গনহত্যা

কোমল হয়ে পড়া হৃদপিন্ড জুড়ে তাপদাহ

আম আম কেবিনেট হতে গলে পড়তেছে
শুদ্ধতম শব্দ ; ম্যাসাকার হতে হতে
আম একটি ফলের নাম কিংবা সাধারণ কিছু মস্তিষ্ক জোড়া লাগতেছে
ক্ষুধাহীন বিকেলে
পুরোনো বইয়ে গন্ধে ঘরভর্তি অন্ধকার
ধোঁয়া ; ছোঁয়া

লাল রং - সাদা রং মিলে একটি কঙ্কাল
তবুও
মননশীলতাকে বাদ দিয়ে কী বলি রসালো রন্ধনশালা
রাঁধছে মাংসল হাত, পা
হতোদ্যম রক্তে ; সঞ্চালনে মনে পড়ে

আমি কিছুই চাই না,

সেও

একটি হৃদপিন্ডে হয়ত ডানা মেলতেছে কোথাও

No comments: