Saturday, July 12, 2008

সেখানেই সেই প্রিয়ঙবদা

বহুদিন পর এক রাতে নেমেছিল জল,
শীতল
তাই দেখা হল তার; তাহার নয়ন
ভিজে ভিজে

শুনেছিল যে সাগরের কথা ; অন্য কথোপকথন

আমি পার করে ফেলি
বিধ্বস্থ ফুটপাতে
অঘোরে কম্পন

নিরবে হাটু অবধি
জলে
অস্বস্থির
পরে পরে

যে স্বস্থি ; স্তুতির রুপকথা

সেখানেই সেই প্রিয়ঙবদা
ধীরে ধীরে
টলমল
কচুপাতা হয়ে
নিঃস্ব হতে থাকে উত্সহীনতায়

যখনি শুনছি তাহার ক্রন্দন ; কেয়ারল্যাস হুইসপার

অনেকগুলি পৃষ্ঠা বদল ঘটে যায় জানালা পর্দা সরতেই
উন্মুক্ত গাথুনিজুড়ে
ক্রিয়ায়

অহরহ সুরে সুরে রাত্রি যাপন ; টিনের চালে
কাত হয়ে থাকা ব্যাথা ; মৃদু স্বরে

দূর কোন বসতিতে
এক নিশাচর পাখি প্রহর গোনে
মৃত্তিকা ক্ষয়ের-

No comments: