Saturday, July 12, 2008

বিপথগামীতায় ক্ষয় হয় দৃষ্টিলোকের

রুদ্ধদ্বার বৈঠক শেষে হতাশ চোখ
লঘু ছাপ রেখে গেছে আনমনে
বহু তীব্র যাতনায়
বিষন্ন প্রকৃতি
জেগেছে আজ নিদ্রাহীন রাত; পলকে পলকে
পর হয়ে যাওয়া পরবাসী
মধুচন্দ্রিমা শেষে
অথচ
সমান দুরত্বে হেঁটে যায় ঝড়ো হাওয়া
তান্ডবে তান্ডবে
আগুন্তুক স্বপ্নের আড়ালে
ভরা মৌসুম
চৌচির মাঠ পেরিয়ে অসংলগ্ন মৃত্তিকায়
গৃহবন্দী হয়েছে যে আলো
জানালার ওধারজুড়ে
তাহার আধার পতন

-বলে গেছে সেই জন

এই জনান্তিকে কৃষ্ণচূড়া ডালে
রসনাবদ্ধ পায়রারদল জেনে যাবে
একদিন তাহার হবে - তার হবে

তবুও বিপথগামীতায় ক্ষয় হয় দৃষ্টিলোকের ;
অমসৃন সান্ধ্যবাতি জ্বলছে ক্রমাগত
শুভ্র সকাল জুড়ে

সংকোচে - নিসংকোচে

No comments: