Friday, March 7, 2008

বিমূর্ত পান্ডুলিপি

দেয়ালে আঁকা পান্ডুলিপির দিকে হর-হামেশাই তাকাই।

মাঝে মাঝে মনে হয়
ধূসর বর্নময়
ধুলো-বালি
মাকড়সার জাল ছেয়ে ছেয়ে থাকা সিলিংয়ের প্রতিটি কোনা
ভালোবাসা-প্রেম-বিরহে-কান্না

দিন-প্রতিদিন,
সাপ্তাহিক-পাক্ষিক
মাসিক কিংবা বাৎসরিক
লিপির পর লিপি।

কখনও মনে হয়
কোথাও সরল; কোথাও কিঞ্চিত বাকানো
বিবর্ন রংগুলি শুধুই তুলির আঁচড় ।

বহু বছর বন্ধে অবরূদ্ধ ঘরময়
খোলা জানালার ফাঁক দিয়ে
অক্সিজেনের ক্রমাগত আনা-গোনা
পান্ডুলিপির বিবর্নতায় হঠাৎ হঠাৎ আলোর ঝলকানি
পারে না কিছুই বুঝাতে।

কি সব জটিল র্মমে মর্র্মে
দেওয়ালে আঁকা পান্ডূলিপির বর্নে বর্নে
কি বা আছে তুমি কি জানো ?

আমি জানি না।

No comments: