আমি তাহার ভেতরকার অন্তর্দহন থেকে তুলে আনি
সবুজ কামরাঙ্গা
পূর্ববর্তী আত্মারা যেখানে হরেক বসন্তে
বাদামী পাতার সন্ধানে
মাইলের পর মাইল
চষেছে আদ্যন্ত
একটা গভীর কুপের কাছে এসে ভিড়ে থাকা
হরতকী স্বাদ
হেসেছে যে বিকেলের আভায়
আমি তাহার হাতে অবিকল তুলে দেই স্বপ্নতরী
নীল অপরাজিতার রঙ
ছুঁয়ে
ছুঁয়েছে লিপ্সিত লাল লাল ঠোট
যে ঠোটের বাঁকে জন্মেছে শ্রাবন মেঘের দিন
বৃষ্টিবিধৌত এক রমনীর কথা ছিল
আতসী কাঁচের আড়াল ঘেষে
হেঁটে যাবে সান্ধ্যকালীন
আমি তাহার চোখের পলকে স্পর্শিত হয়ে যাই
নিষ্প্রভ দুপুরজুড়ে ফেলে রাখা
চিরহরিৎ এক অরণ্যে
পশমী কথোপকথন জুড়ে
গহীন আকাঙ্খাগুলি নেমেছ হাটু জলে
-টুপ করে পড়ে যাওয়া পাতায় হয়তবা নামবে বসন্ত
ছায়া ছায়া
তার কায়া
সীমাহীন
অদৃশ্য
মায়ায়
Saturday, March 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment