Saturday, March 8, 2008

তাহার

আমি তাহার ভেতরকার অন্তর্দহন থেকে তুলে আনি
সবুজ কামরাঙ্গা
পূর্ববর্তী আত্মারা যেখানে হরেক বসন্তে
বাদামী পাতার সন্ধানে

মাইলের পর মাইল
চষেছে আদ্যন্ত
একটা গভীর কুপের কাছে এসে ভিড়ে থাকা
হরতকী স্বাদ
হেসেছে যে বিকেলের আভায়

আমি তাহার হাতে অবিকল তুলে দেই স্বপ্নতরী
নীল অপরাজিতার রঙ
ছুঁয়ে
ছুঁয়েছে লিপ্সিত লাল লাল ঠোট
যে ঠোটের বাঁকে জন্মেছে শ্রাবন মেঘের দিন
বৃষ্টিবিধৌত এক রমনীর কথা ছিল
আতসী কাঁচের আড়াল ঘেষে
হেঁটে যাবে সান্ধ্যকালীন

আমি তাহার চোখের পলকে স্পর্শিত হয়ে যাই
নিষ্প্রভ দুপুরজুড়ে ফেলে রাখা
চিরহরিৎ এক অরণ্যে
পশমী কথোপকথন জুড়ে
গহীন আকাঙ্খাগুলি নেমেছ হাটু জলে

-টুপ করে পড়ে যাওয়া পাতায় হয়তবা নামবে বসন্ত
ছায়া ছায়া
তার কায়া
সীমাহীন
অদৃশ্য
মায়ায়

No comments: